ঢাকা শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
রাজবাড়ী সদরের গোপালবাড়ীতে বীজ কোম্পানীর উদ্যোগে কৃষক সমাবেশ
  • এম.মনিরুজ্জামান
  • ২০২১-০১-১৩ ১৪:২৮:৫২

রত্না সীডস নামে একটি বীজ কোম্পানীর উদ্যোগে গত ১২ই জানুয়ারী রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ী গ্রামের একটি মাঠে কৃষক সমাবেশ ও বিষমুক্ত আরাফাত জাতের টমেটোর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

  স্থানীয় কৃষক সিরাজ মোল্লার সভাপতিত্বে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে রত্না বীজ ভান্ডারের ডেপুটি ডিরেক্টর জাহিদুল ইসলাম, রাজবাড়ী কৃষি ঘর নামক সার ও বীজের দোকান মালিক আব্দুল খালেক, চাষী গোলাম মোস্তফা, শাহিনুর রহমান, জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

  মাঠ দিবসে টমেটো চাষীরা জানান, পদ্মা নদীর পাড়ের গোপালবাড়ী এলাকায় চলতি বছর বিষমুক্ত উন্নত আরাফাত জাতের টমেটোর বাম্পার ফলন হয়েছে। নতুন এই জাতের টমেটো এ বছর প্রথম আবাদ করেই কৃষকরা বিঘা প্রতি দুই টন করে টমেটো উৎপাদন করেছে। তাছাড়া এই জাতের টমোটে কম সময়ে ও জৈব সার দিয়েই ভাল ফলন পাওয়া যায়। তাই আগামী বছর ওই মাঠের অধিকাংশ কৃষকই আরাফাত জাতের টমেটোর আবাদ করবেন বলে মাঠ দিবসে মতামত ব্যক্ত করেন।

রাজবাড়ীতে রেলওয়ে ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত
আসন্ন ঈদযাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৫টি ফেরী-২০টি লঞ্চ
শাশুড়ীকে জবাই করে হত্যা‍: পুত্রবধূসহ পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
সর্বশেষ সংবাদ