ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে ৮ দফা দাবীতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন
  • হেলাল মাহমুদ
  • ২০২১-০১-১৩ ১৪:২৯:৪৮
করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের সব ধরনের বেতন-ফি মওকুফসহ ৮দফা দাবীতে গতকাল ১৩ই জানুয়ারী রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ছাত্র ইউনিয়ন -মাতৃকণ্ঠ।

করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের সব ধরনের বেতন-ফি মওকুফসহ ৮দফা দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ছাত্র ইউনিয়ন। 

  গতকাল ১৩ই জানুয়ারী সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জেলা ছাত্র ইউনিয়নের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। তবে পুলিশী বাঁধার কারণে মানববন্ধন পন্ড হলে ছাত্র ইউনিয়নের পার্শ্ববর্তী রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচী সমাপ্ত হয়। 

  সমাবেশে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কাওছার আহম্মেদ রিপন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হৃদয়, সাংগঠনিক সম্পাদক কাওছার আহম্মেদ, দপ্তর সম্পাদক মনজয় ও সদস্য কবিতা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। 

  বক্তাগণ করোনাকালীন পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের সব ধরনের শিক্ষার্থীদের সব ধরনের বেতন-ফি মওকুফ করাসহ ৮ দাবী দাবী জানান। 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ