ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
গোয়ালন্দে টাস্কফোর্সের অভিযানে ১শ কেজি জাটকা ইলিশ জব্দ॥৩জন বিক্রেতার জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০১-১৪ ১৩:৫৭:০৮
ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত রাজবাড়ী জেলা টাস্কফোর্স কমিটির অভিযানে গতকাল ১৪ই জানুয়ারী গোয়ালন্দ ও দৌলতদিয়া বাজারের মৎস্য আড়ৎ থেকে ১শ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ ও ৩জন বিক্রেতাকে ৫হাজার ২শত টাকা জরিমানা করা হয়েছে -মাতৃকণ্ঠ।

ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত রাজবাড়ী জেলা টাস্কফোর্স কমিটির অভিযানে গতকাল ১৪ই জানুয়ারী গোয়ালন্দ ও দৌলতদিয়া বাজারের মৎস্য আড়ৎ থেকে ১শ’ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ ও ৩ জন বিক্রেতাকে ৫হাজার ২শত টাকা জরিমানা করা হয়েছে।

  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  হারুন-অর রশিদ। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পালসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আর্মড ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল অভিযানে সহযোগিতা করে। পরে জব্দকৃত জাটকা ইলিশ মাছ জেলা সদরের ১৪টি এতিমখানায় বিতরণ করা হয়।   

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ