ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
মুজিববর্ষ উপলক্ষে পাংশা শিল্পকলা একাডেমীতে ৩দিনের নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীর সমাপ্ত
  • মোক্তার হোসেন
  • ২০২১-০১-১৬ ১৩:৪৮:০৮
পাংশা শিল্পকলা একাডেমীতে মুজিববর্ষ উপলক্ষে ৩দিনব্যাপী চারুকলা প্রদর্শনী শেষে গতকাল শনিবার সংগীত পরিবেশন করে নবীন শিল্পীরা। এ সময় মঞ্চে অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীতে মুজিববর্ষ উপলক্ষ্যে ৩দিন ব্যাপী নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী-২০২১ এর সমাপনী গতকাল ১৬ই জানুয়ারী বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সমাপনীতে পুরস্কার বিতরণ, আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

  পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও শিল্পকলা একাডেমী পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মাদ আলীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক কনক কুমার পাঠক, রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও পাংশা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি উত্তম কুমার কুন্ডু প্রমূখ বক্তব্য রাখেন।

  সমাপনী অনুষ্ঠানে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর ক্ষুদে নৃত্য শিল্পীরা নৃত্য ও নবীন কণ্ঠশিল্পীরা সংগীত পরিবেশন করে। 

  অনুষ্ঠানে পাংশা শিল্পকলা একাডেমী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, শিল্পকলা একাডেমী পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, শিল্পকলা একাডেমীর শিক্ষকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ