ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
কয়রায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৫-২৬ ১৬:৩৩:৪৬

করোনা এবং ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় শুরু থেকেই অসহায় এবং দুস্থ মানুষের পাশে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে গতকাল ২৬শে মে ঈদের দ্বিতীয় দিনেও যশোর সেনানিবাসের সদস্যরা তাদের কর্মযজ্ঞ অব্যাহত রেখেছে।
  গতকাল মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির, ওএসপি, এসইউপি, আরসিডিএস, পিএসসি’র খুলনায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত কয়রার বাঁধ পরিদর্শন করেন। 
  এ সময় তিনি সেখানে উপস্থিত সেনাসদস্যবৃন্দের সাথে মতবিনিময় করেন। অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের ব্যাপারে তিনি তার দিকনির্দেশনা প্রদান করেন।
  এছাড়াও সেনা সদস্যরা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে শুকনা খাদ্য সামগ্রী, খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণের পাশাপাশি সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে ক্ষতিগ্রস্থদের ঘরবাড়ী মেরামতের কাজও অব্যাহত রেখেছে। আম্পানের প্রভাবে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামতসহ বিভিন্ন ধরনের জনসেবামূলক কার্যক্রমও চলমান রয়েছে।
  অন্যদিকে করোনা মোকাবেলায় ঈদের আনন্দকে কেন্দ্র করে যাতে রাস্তা ও বিনোদনমূলক স্থানে অপ্রয়োজনীয় লোকজনের জনসমাগম না হয়, সেদিকে কড়া নজরদারীর পাশাপাশি জীবাণুনাশক পয়েন্ট স্থাপনসহ বিভিন্ন ধরনের জনসচেতনতা সৃষ্টি মূলক কার্যক্রম অব্যাহত রেখেছে সেনা সদস্যরা।
  আম্পানের প্রভাবে উপকূলবর্তী মানুষ যখন সব হারিয়ে নিঃস্ব তখন ধ্বংসস্তূপের মধ্যে থেকেই আবার সোজা হয়ে দাঁড়ানোর স্বপ্ন দেখাতে সেনা সদস্যরা তাদের নিরন্তর সংগ্রামে সহযাত্রী করেছেন নিজেদেরকে। করোনাকালে ভাগ্য বিড়ম্বিত মানুষের কাছে আক্ষরিক অর্থেই সেনা সদস্যরা হয়ে উঠেছেন তাদের সবসময়ের ‘বিপদের বন্ধু’।

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ