ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
দৌলতদিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৫জন আহত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০১-২২ ১৩:২০:৫৮
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া শামচু মাষ্টারের পাড়ার গত ১৯শে জানুয়ারী বিকেলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তছনছ হওয়া ঘরের দৃশ্য -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গর্ভবতী নারীসহ ৫জন আহত হয়েছে। 

  হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাংচুর ও নগদ অর্থ এবং স্বর্ণের গহনা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করেন আহতদের পরিবারের লোকজন।

  গত ১৯শে জানুয়ারী বিকেলে দৌলতদিয়া শামচু মাষ্টারের পাড়ার আব্দুল হাই মন্ডলের বাড়ীতে এ ঘটনা ঘটে। আহতদেরকে গোয়ালন্দ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  এ ঘটনায় গত ২০শে জানুয়ারী গোয়ালন্দ ঘাট থানায় ৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০/২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আব্দুল হাই মন্ডলের বড় ভাই কাদের মন্ডল। 

  কাদের মন্ডল বলেন, আমার আপন ছোট ভাই হাই মন্ডল সামছু মাষ্টার পাড়ার জনৈক মান্নান সরদারের কাছ থেকে ২০ বছরের জন্য জমি লিজ নিয়ে বাড়ী করে বসবাস করছে। এই জমি নিয়ে আমার ভাই হাই মন্ডলের বিরোধ চলে আসছিলো। এই বিরোধ মিমাংসার জন্য গত ১৯শে জানুয়ারী বেলা ১১টার দিকে আমার ভাইয়ের বাড়ীর পাশে আসমা বেগমের বাড়ীর উঠানে শালিস বসে। শালিসে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গন্যমান্য ব্যক্তিগণ আগামী ৩০শে জানুয়ারী আবারও শালিসের তারিখ নির্ধারণ করেন। কিন্তু প্রতিপক্ষ তা না মেনে ওই দিনই (১৯শে জানুয়ারী) বিকেল ৫টার দিকে বাঁশের লাঠি, কাঠের বাটাম ও ধারালো রাম দা নিয়ে আমার ভাইয়ের বাড়ীতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে তারা আমাদের পরিবারে সদস্যদের বাশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে বেধরক মারপিট শুরু করে। আমার ভাতিজা আরজুর চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বৃষ্টির পেটে তারা সজোরে লাথি মারে। এরপর তারা আমার অপর ভাতিজার স্ত্রী নীলার গলা থেকে ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ ১ লাখ ২০ হাজার টাকা এবং দেড় ভরি ওজনের এক জোড়া স্বর্ণের বালা ছিনিয়ে নেয়। পরে তারা আমদের খুন জখমের হুমকি দিয়ে বাড়ী থেকে বের হয়ে যায়। তারা চলে যাবার পর স্থানীয়রা আমাদের আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

  এ ঘটনায় ন্যায় বিচারের আশায় আমি ২০শে জানুয়ারী গোয়ালন্দ ঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।     

  গোয়ালন্দ থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যেই হামলার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষই থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ