রাজবাড়ী থানা পুলিশের অভিযানে ৬০ পুরিয়া হেরোইনসহ ১০টি মামলার আসামী শরীফুল সরদার(২৫) গ্রেফতার হয়েছে।
গতকাল ২২শে জানুয়ারী সকাল ১০টার দিকে রাজবাড়ী থানা পুলিশের একটি দল শহরের আনসার ক্যাম্প মোড়ের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শরীফুল সরদার রাজবাড়ী শহরের দক্ষিণ ভবাণীপুর কাহারপাড়া এলাকার চায়ের দোকানী পান্নু সরদারের ছেলে।
এ ঘটনায় গ্রেফতারকৃত শরীফুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
থানা পুলিশ জানায়, ধৃত শরীফুলের বিরুদ্ধে একাধিক মাদক মামলাসহ আরো ১০টি মামলা রয়েছে।