ঘন কুয়াশার কারণে টানা ৫ম দিনের মতো আগের রাত ২টা থেকে গতকাল ২২শে জানুয়ারী বেলা ১১টা পর্যন্ত ৯ ঘন্টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরী চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে।
এর আগের ৪ দিনও ঘন কুয়াশার কারণে দীর্ঘ সময় ধরে এ রুটের ফেরী চলাচল বন্ধ ছিল। দীর্ঘ সময় ফেরী চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাসসহ শত শত যানবাহন আটকা পড়ে। এ সময় যানবাহনগুলোর যাত্রী ও চালক-শ্রমিকদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়।
বিআইডব্লিটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরী চলাচল বন্ধ রাখা হয়। চালু হওয়ার পর পারাপারের ক্ষেত্রে যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার দেয়া হয়।
উল্লেখ্য, শীতের মৌসুমে কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দীর্ঘ সময় ফেরী চলাচল বন্ধ থাকা নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এ দুর্ভোগ মাথায় নিয়েই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর যাত্রী ও পরিবহন চালক-শ্রমিকদের নদী পারাপার হতে হয়।