ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
কালুখালীতে স্বপ্নের ঠিকানা বুঝে পেল ৪০টি পরিবার
  • রাকিবুল ইসলাম
  • ২০২১-০১-২৩ ১৫:০৫:১৯

রাজবাড়ী জেলার কালুখালীতে গৃহহীন ও ভূমিহীন ৪০টি পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি বুঝে দেওয়া হয়েছে।

  গতকাল ২৩শে জানুয়ারী সকালে প্রধানমন্ত্রী কর্তৃক গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারা দেশের ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধনের পর কালুখালী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ থেকে কালুখালী উপজেলার বরাদ্দ প্রাপ্তদের মধ্যে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেয়া হয়। 

  উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুনের সভাপতিত্বে ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ডলি পারভীন, সহকারী কমিশনার(ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, সমবায় অফিসার এবিএম হেলাল উদ্দিন, রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, বোয়ালিয়া ইউপির চেয়ারম্যান হালিমা বেগম, মাঝবাড়ী ইউপির চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, মদাপুর ইউপির চেয়ারম্যান আবুল কালাম মৃধা, মৃগী ইউপির চেয়ারম্যান শহিদুজ্জামান সাগর মোল্লা ও সাওরাইল ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গৃহহীনরা ঘর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। 

কালুখালীর লাড়িবাড়িতে ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাংশায় বিনামূল্যে ধান-পাট বীজ ও সার পেল ২৭৫০ জন প্রান্তিক কৃষক
বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে সরকারী জায়গায় নির্মিত ঘর উচ্ছেদ করলো প্রশাসন
সর্বশেষ সংবাদ