ঢাকা রবিবার, এপ্রিল ৬, ২০২৫
জাপা চেয়ারম্যানের করোনামুক্তি কামনায় গোয়ালন্দে মেয়র প্রার্থীর দোয়া মাহফিল
  • হেলাল মাহমুদ
  • ২০২১-০১-২৩ ১৫:০৬:৪৩

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জি.এম কাদের এমপির করোনামুক্তি কামনায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদের উদ্যোগে গত ২২শে জানুয়ারী দুপুরে(বাদ জুম্মা) উপজেলা জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

  মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ খলিলুর রহমান দোয়া মাহফিল পরিচালনা করেন। স্থানীয় মুসল্লীগণ এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। 

  এ বিষয়ে মেয়র প্রার্থী সাংবাদিক হেলাল মাহমুদ বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জি.এম কাদের এমপি করোনায় আক্রান্ত হয়েছেন। এ জন্য তার সুস্থতা কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আমি তার জন্য সকলের দোয়া কামনা করছি, যাতে তিনি অচিরেই আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং জাতীয় পার্টির উন্নয়ন ও দেশগড়ার রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। 

দৌলতদিয়া লঞ্চ ঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়॥নেই ভোগান্তি
বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
সর্বশেষ সংবাদ