ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পাংশা পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে ওয়ার্কাস পার্টির প্রচারণা
  • মোক্তার হোসেন
  • ২০২১-০১-২৩ ১৫:০৮:০৯
পাংশা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ ওয়াজেদ আলীর নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে গতকাল শনিবার নির্বাচনী মিছিল বের করে ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা -মাতৃকণ্ঠ।

আসন্ন পাংশা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ ওয়াজেদ আলীর নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে গতকাল ২৩শে জানুয়ারী দুপুরে প্রচার-প্রচারণা চালায় বাংলাদেশের ওয়ার্কাস পার্টি পাংশা উপজেলা শাখা। 

  গতকাল শনিবার দুপুর ১টার দিকে ব্যানারসহকারে নির্বাচনী মিছিল বের করে ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা।

  জানা যায়, পাংশা শহরের টেম্পু স্ট্যান্ড থেকে নির্বাচনী মিছিল বের করে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টেম্পু স্ট্যান্ডে সমবেত হয়ে পথসভা করে ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা। পথসভায় পাংশা উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি কমরেড শাহাদত হোসেন, সংগঠনের সদস্য রতন মন্ডল ও পান্নু খান প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

  কমরেড শাহাদত হোসেন বলেন, সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে পাংশা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ ওয়াজেদ আলীকে সমর্থন দেওয়া হয়। সে অনুযায়ী নৌকার পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ