ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
মুজিববর্ষ উপলক্ষে রচনা প্রতিযোগিতায় রাজবাড়ীর ডাঃ আবুল হোসেন কলেজের শিক্ষার্থী নাঈম শেখ দেশসেরা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০১-২৭ ১৫:১৭:৪৩

মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে জাতীয় মানবাধিকার কমিশন কর্তৃক আয়োজিত ‘বঙ্গবন্ধু ও মানবাধিকার’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় রাজবাড়ীর ডাঃ আবুল হোসেন কলেজের শিক্ষার্থী মোঃ নাঈম শেখ সারা দেশের সেরা ২০ জনের একজন নির্বাচিত হয়ে পুরস্কৃত হয়েছে। 

  এ জন্য জাতীয় মানবাধিকার কমিশন কর্তৃক রাজবাড়ী জেলা প্রশাসনের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা চেক প্রদান করা হয়েছে। 

  গতকাল ২৭শে জানুয়ারী সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক দিলসাদ বেগম আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কারের অর্থের এই চেক হস্তান্তর করেন। 

  এ ব্যাপারে ডাঃ আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম বলেন, নাঈম শেখ কলেজের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এ জন্য কলেজ পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ