ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
  • আবুল হোসেন
  • ২০২১-০১-২৭ ১৫:২২:০৪
গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের গতকাল ২৭শে জানুয়ারী মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক দেয়া হয়েছে। গতকাল ২৭শে জানুয়ারী বেলা ১১টায় গোয়ালন্দ উপজেলা পরিষদের হলরুমে প্রার্থীদের মধ্যে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়। 

  এ সময় নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদুর রহমান এবং সহকারী রিটার্নিং অফিসার ও গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিসার মোঃ নিজাম উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

  মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মন্ডল নৌকা, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাংবাদিক হেলাল মাহমুদ লাঙ্গল এবং স্বতন্ত্র প্রার্থী শেখ মোঃ নজরুল ইসলাম(বর্তমান মেয়রের ভাই) জগ প্রতীক পেয়েছেন। 

  এছাড়া ৯টি ওয়ার্ডের ৩০ জন কাউন্সিলর প্রার্থী এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডের ১১ জন মহিলা কাউন্সিলর প্রার্থীদের মধ্যেও প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

  উল্লেখ্য, চতুর্থ ধাপে আগামী ১৪ই ফেব্রুয়ারী গোয়ালন্দ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ১৬ হাজার ৫৪৮ জন ভোটার (পুরুষ ভোটার ৮ হাজার ২৫৪ ও মহিলা ভোটার ৮ হাজার ২৯৪) তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ