ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
রাজবাড়ী পৌরসভার নির্বাচনে কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীরা কে-কোন প্রতীক পেলেন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০১-২৭ ১৫:২৩:৩০

রাজবাড়ী পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। 

  গতকাল ২৭শে জানুয়ারী সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেয়া হয়। 

  এ সময় নির্বাচনের রিটার্নিং অফিসার ও রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন এবং সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন অফিসার স্বপন সাহাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

  ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর আঃ রব বিশ্বাস ওরফে রব মহুরী ব্লাকবোর্ড, মোঃ নিজাম উদ্দিন পাঞ্জাবী, ফারুক হোসেন টেবিল ল্যাম্প, রাজু আহমেদ ফাইল কেবিনেট, নুরুল ইসলাম পানির বোতল, মোঃ আলাউদ্দিন উটপাখি, শেখ মঞ্জুর ইদ্রিস ঢেঁড়শ ও লিটন দেওয়ান ডালিম, ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এএফএম শাহজাহান ঢেঁড়শ, আব্দুল্লাহ আল মামুন পাঞ্জাবী ও আতিকুর রহমান ফরিদ উটপাখি, ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ সুজন পাঞ্জাবী, আঃ খালেক মোল্লা টেবিল ল্যাম্প ও যুবদল নেতা বাবলু হত্যা মামলায় কারাবন্দী সাবেক কাউন্সিলর মীর এনাম আলী বাচ্চু উটপাখি, ৪নং ওয়ার্ডে আবু মোঃ হাসান টেবিল ল্যাম্প, লিপটন হাসান রিতুল উটপাখি, সালাউদ্দিন সরদার ঢেঁড়শ, মীর জুলফিকার আলী টিটু পাঞ্জাবী, দেলোয়ার হোসেন রনি ব্লাকবোর্ড ও অহিদুজ্জামান খান পানির বোতল, ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর কাজী মাহতাব উদ্দিন তৌহিদ উটপাখি, এ জে মিন্টু টেবিল ল্যাম্প, কোরবান আলী ব্রিজ ও এডঃ মহব্বত হোসেন লিটন পাঞ্জাবী, ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর নির্মল কৃষ্ণ চক্রবর্তী শেখর উটপাখি, আব্বাস আলী সরদার টেবিল ল্যাম্প ও গোলাম মোস্তফা আলম পাঞ্জাবী, ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান মিজান পাঞ্জাবী, আছাদ আলী সরদার ডালিম, ইমরান সরদার উটপাখি, রেজাউল হক রেজা টিউবলাইট, রইচ উদ্দিন খান টেবিল ল্যাম্প, জহির রাজ ব্রিজ, আবুল কালাম আজাদ বাবু গাজর, আব্দুল কাইয়ুম খান ঢেঁড়শ, আলী মিয়া পানির বোতল ও মাকসুদুর রহমান ব্লাকবোর্ড, ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শাহ্ মোঃ জাহাঙ্গীর জলিল পাঞ্জাবী, মাহবুবুর রহমান পলাশ পানির বোতল, এস.এম কাওছার মাহমুদ উটপাখি, ইকবাল হায়দার মিলন টেবিল ল্যাম্প, রিপন মন্ডল ডালিম ও হাবীব শেখ ব্রিজ এবং  ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আঃ সামাদ মজনু উটপাখি, শেখ গোলাম জামালী মিলন পাঞ্জাবী, তৌহিদুল ইসলাম ব্রিজ, মকবুল হোসেন টেবিল ল্যাম্প ও গোলাম রব্বানী পানির বোতল প্রতীক বরাদ্দ পেয়েছেন। 

  এছাড়া সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থীরা হলেন-সংরক্ষিত ১নং ওয়ার্ডে (১, ২ ও ৩) বর্তমান কাউন্সিলর ফারজানা আলম ডেইজী জবা ফুল, মমতাজ বেগম চশমা, হাজেরা হাকিম আংটি ও রোকেয়া আনারস, সংরক্ষিত ২ নং ওয়ার্ডে(৪, ৫ ও ৬) বর্তমান কাউন্সিলর শার্মীম সুলতানা পরশ জবা ফুল, সাবেক কাউন্সিলর মমতাজ বেগম অটোরিক্সা, আনোয়ারা বেগম চশমা ও মুক্তি রাণী কর আনারস এবং সংরক্ষিত ৩নং ওয়ার্ডে(৭, ৮ ও ৯) বর্তমান কাউন্সিলর মরিয়ম কাজী আনারস, পারভীন সুলতানা বলপেন, শিমুল বেগম জবা ফুল ও রেহেনা বেগম চশমা প্রতীক বরাদ্দ পেয়েছেন।  

রাজবাড়ী-১ আসনে অনলাইনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন এস এম নওয়াব আলী
সংসদ নির্বাচনের তফসিল বিষয়ে ইসির ব্রিফিং আজ
রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচন আগামীকাল॥প্রতিদ্বন্দ্বিতায় ২৮ জন প্রার্থী
সর্বশেষ সংবাদ