চতুর্থ ধাপে আগামী ১৪ই ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য গোয়ালন্দ পৌরসভার নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী সাংবাদিক হেলাল মাহমুদ তার লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় অতিবাহিত করছেন।
গতকাল ২৯শে জানুয়ারী ভোর থেকে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে হাউলি কেউটিল, নগর রায়ের পাড়া, দেওয়ান পাড়া, বিজয় বাবুর পাড়াসহ গোয়ালন্দ পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালান।
মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে সাংবাদিক হেলাল মাহমুদ বলেন, আমি ছাত্র জীবন থেকেই জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত। পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় পার্টির রাজনীতিতে সম্পৃক্ত হই। জাতীয় ছাত্র সমাজ ও যুব সংহতির ধারাবাহিকতায় বর্তমানে মূল দলের জেলা কমিটিতে যুগ্ম-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। দলের প্রতীক লাঙ্গলকে তুলে ধরার জন্য কেন্দ্রীয় ও জেলা নেতাদের পরামর্শক্রমে মেয়র প্রার্থী হয়েছি। আমার অনেক টাকা-পয়সা না থাকলেও সাধারণ মানুষের প্রতি আমার অগাধ ভালোবাসা আছে। আমি আমার সামর্থ্য অনুযায়ী সবসময়ই তাদের পাশে দাঁড়াই-কাজ করি। জনপ্রতিনিধি হতে পারলে আরও বড় পরিসরে সেবা করার সুযোগ পাবো, এ চিন্তা-ভাবনা থেকেই মেয়র প্রার্থী হয়েছি। নির্বাচিত হলে গোয়ালন্দ পৌরসভাকে ঢেলে সাজাবো। দলমত নির্বিশেষে সবার সহাযোগিতায় ও পরামর্শক্রমে সকল কার্যক্রম পরিচালনা করবো। প্রয়াত এরশাদের আদর্শকে সমুন্নত রেখে তার স্বপ্ন বাস্তবায়নে সচেষ্ট হবো। এ জন্য আমি গোয়ালন্দ পৌরবাসীর দোয়া-সমর্থন ও ভোট চাই।
উল্লেখ্য, তরুণ সমাজসেবক ও দৈনিক যুগান্তর পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক। এর আগে তিনি জেলা জাতীয় পার্টির কার্যনির্বাহী সদস্যের পাশাপাশি দীর্ঘ দিন সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজ ও যুব সংহতির রাজনীতির সাথে জড়িত ছিলেন। গোয়ালন্দ পৌরসভার বিগত নির্বাচনেও তিনি জাতীয় পার্টির মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। জাতীয় পার্টির রাজনীতির পাশাপাশি তিনি একজন সাংস্কৃতিক কর্মী। আবৃত্তি, অভিনয়, নাটক, গানসহ সংস্কৃতির নানা অঙ্গনে তার দীর্ঘ দিনের পদচারণা রয়েছে। গোয়ালন্দ-রাজবাড়ীর বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথেও তিনি ওতপ্রোতভাবে জড়িত। এর পাশাপাশি তিনি দীর্ঘ দিন শিক্ষকতাও করেছেন। গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউলি কেউটিল মাস্টার পাড়া এলাকার প্রয়াত ব্যবসায়ী মরহুম সহিদুল ইসলাম ও হাসিনা বেগম দম্পতির একমাত্র সন্তান হেলাল মাহমুদ ব্যক্তিগত জীবনে বিবাহিত। তার স্ত্রী সেলিনা শিরিন একজন গৃহিনী। একসময় তিনিও শিক্ষকতা করতেন। তাদের একমাত্র সন্তান আরদ্বী বিনতে মাহমুদ ইকরা ১০ম শ্রেণীর শিক্ষার্থী।