ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
গোয়ালন্দ পৌরসভার নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী নজরুল মন্ডলকে বিজয়ী করতে যৌথ মতবিনিময় অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০২-০১ ১৩:২৪:৫২
গোয়ালন্দ পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী নজরুল ইসলাম মন্ডলের সমর্থনে গতকাল ১লা ফেব্রুয়ারী উপজেলা ও পৌর যুবলীগের যৌথ মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী নজরুল ইসলাম মন্ডলের সমর্থনে উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে গতকাল ১লা ফেব্রুয়ারী বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

  সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। 

  গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লার সভাপতিত্বে ও পৌর যুবলীগের সভাপতি শেখ সোহেলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন সফিক, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন শিকদার, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, সহ-সভাপতি গোলজার হোসেন মৃধা, মামুন অর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, গোয়ালন্দ পৌর অওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নৌকা প্রতীকের মেয়র প্রার্থী নজরুল ইসলাম মন্ডল, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয় প্রমুখ বক্তব্য রাখেন। 

  প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, দলীয় প্রতীক নৌকার সাথে দলীয় নেতাকর্মীদের কেউ বেঈমানী করলে দল থেকে বহিষ্কারসহ সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেয়া হবে। কাঁধে কাঁধ মিলিয়ে নৌকা প্রতীকে ভোট চেয়ে নজরুল ইসলাম মন্ডলকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। ইনশাআল্লাহ্ ১৪ই ফেব্রুয়ারী বিপুল ভোটে নজরুল ইসলাম মন্ডলকে বিজয়ী করে আমরা দেখিয়ে দিবো।

মিজানপুর ইউপি চেয়ারম্যান টুকু মিজির ছেলে জয় মিজি গ্রেফতার
পাংশা শিল্পকলা একাডেমির পরিচালনায় দায়িত্বে সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম
পাংশার পাট্টায় অষ্টাদশ পল্লী সার্বজনীন পাগলের আশ্রমে রাধা গোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন
সর্বশেষ সংবাদ