ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
পাংশা উপজেলার ৮৮৬০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ
  • মোক্তার হোসেন
  • ২০২১-০২-০২ ১৫:৩৩:৩৬
পাংশা উপজেলায় গতকাল মঙ্গলবার বিকেলে পেঁয়াজের জমি পরিদর্শন করেন কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ -মাতৃকণ্ঠ।

গত কয়েক বছর ত্রৈ-মাসিক ফসল পেঁয়াজ আবাদে কৃষকরা উৎসাহী হয়ে উঠেছেন। এ কারণে মুড়িকাটা ও দানাবীজ পেঁয়াজ লাগানোর পরিমাণ প্রতি বছরই বাড়ছে। 

  এ বছর সর্বোচ্চ ১৭ হাজার টাকা কেজি দরে লালতীর হাইব্রিড, ১৩ হাজার টাকা কেজি করে লালতীর কিং, সাড়ে ৬ থেকে ৭ হাজার টাকা কেজি দরে লালতীর-২০ জাতের পেঁয়াজের দানা ক্রয় করে পেঁয়াজের আবাদ করেছেন চাষিরা। ঘাটতি পড়ায় কোনো কোনো চাষি বাজার থেকে দেড় থেকে দুইশত টাকা কেজি দরে হালিচারা ক্রয় করে পেঁয়াজ লাগিয়েছেন বলেও জানা গেছে।

  পাংশা উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, গত বছর পাংশা উপজেলাতে ৮ হাজার ৩৯০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়। উৎপাদন হয় প্রায় ৮৮ হাজার ২৮২ মেঃ টন পেঁয়াজ। এবারে ৮ হাজার ৮৬০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করা হয়েছে।

  পাংশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ জানান, এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের প্রত্যাশা করছেন পেঁয়াজ চাষিরা। এক্ষেত্রে প্রতি হেক্টর জমিতে ১২ মেঃ টন পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ