কাতার ভিত্তিক আল জাজিরা টিভিতে প্রচারিত প্রতিবেদনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে গত ৪ঠা ফেব্রুয়ারী ভার্চুয়াল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুদ্দিন আজাদ, যুগ্ম-সম্পাদক নিজাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মহিউদ্দিন, প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম, আন্তর্জাতিক সম্পাদক দেওয়ান বজলু, প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলী, নির্বাহী সদস্য শাহানারা রহমান, আলী হোসেন গজনবী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আতিকুল ইসলাম, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সভাপতি জেহাদুল হক জেহাদ, সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু, পেন্সিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, বোস্টন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী, সাধারণ সম্পাদক ইউসুফ ইকবাল, মিশিগান স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুসা, মিশিগান মেট্রো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালিব, ক্যালোফোনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ডাঃ রবি আলম, সাংগঠনিক সম্পাদক কাজল, জর্জিয়া স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ জামাল, সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সভাপতি শামছুল ইসলাম শাহজাহান, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলামসহ যুক্তরাষ্ট্র ও এর বিভিন্ন অঙ্গরাজ্যের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তাগণ আল জাজিরায় প্রচারিত প্রতিবেদনের নিন্দা ও প্রতিবাদ জানান এবং তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারী দেন।