ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ী পৌরসভার নির্বাচনে নির্মাণ শ্রমিকদের সাথে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মহম্মদ আলীর মতবিনিময় সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০২-০৫ ১৩:৫৬:১৮
রাজবাড়ী শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল ৫ই ফেব্রুয়ারী সন্ধ্যায় নির্মাণ শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মহম্মদ আলী চৌধুরী বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মহম্মদ আলী চৌধুরীর সাথে নির্মাণ শ্রমিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

  গতকাল ৫ই ফেব্রুয়ারী সন্ধ্যায় ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শাজাহান আলী শান্টুর সভাপতিত্বে সভায় মেয়র প্রার্থী মহম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ রফিকুল ইসলাম, কালুখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী সাইফুল ইসলাম ও জেলা যুবলীগের সাবেক সভাপতি আলী হোসেন পনি প্রমুখ বক্তব্য রাখেন। 

  বক্তাগণ আগামী ১৪ই ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য রাজবাড়ী পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করার আহ্বান জানান। বিপুল সংখ্যক নির্মাণ শ্রমিক এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ