ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
গোয়ালন্দে জাতীয় পার্টির মেয়র প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
  • আবুল হোসেন
  • ২০২১-০২-০৫ ১৩:৫৮:৪২
গোয়ালন্দ পৌরসভার পৌর জামতলা বাজার গতকাল ৫ই ফেব্রুয়ারী বিকালে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী হেলাল মাহমুদের নির্বাচনী পথসভায় জেলা জাতীয় পার্টির সভাপতি এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী হেলাল মাহমুদের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

  গতকাল ৫ই ফেব্রুয়ারী বিকালে পৌর জামতলা বাজার এলাকায় জাতীয় পার্টির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বাজার এলাকায় ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। 

  পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সভাপতি এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু। 

  সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির নেতা আব্দুর রাজ্জাক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম মন্টু, জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী সাংবাদিক হেলাল মাহমুদ ও জাপার কর্মী রেজাউল হোসেন রাজা প্রমুখ। 

  প্রধান অতিথি এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু তার বক্তব্যে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলের স্মৃতিচারণ করে জাতীয় পার্টির মেয়র প্রার্থী হেলাল মাহমুদের লাঙ্গল প্রতীকে ভোট দেয়ার জন্য পৌরবাসীর প্রতি আহ্বান জানান। 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ