ঢাকা রবিবার, মে ১৯, ২০২৪
বালিয়াকান্দিতে চালের পানি পড়াকে কেন্দ্র করে মারপিটে ১০ জন আহত
  • বালিয়াকান্দি প্রতিনিধি
  • ২০২০-০৫-২৯ ১৭:০৯:১৫

বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের মাটিয়াবাড়ী গ্রামে টিনের চাল থেকে বৃষ্টির পানি গড়িয়ে পড়াকে কেন্দ্র করে শরীকদের মারপিটে ১০ জন আহত হয়েছে। 
  গতকাল ২৯শে মে সকালে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৭জনকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তারা হলো ঃ সুনীল মন্ডল, গোপাল মন্ডল, সুশান্ত মন্ডল, কৃষ্ণ মন্ডল, নেপাল মন্ডল, বিকাশ মন্ডল ও পারুল মন্ডল। একই বাড়ীর শরীক সুভাষ মন্ডল, অমরেশ মন্ডল, অশোক মন্ডল, কুমারেশ মন্ডল, বিধান মন্ডল, বিশ্ব মন্ডল, হৃদয় মন্ডল, গোকুল মন্ডল, শলক মন্ডল ও বিপ্লব মন্ডল তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে বলে আহতরা জানিয়েছেন। 
  আহতদের মধ্যে সুদেব মন্ডল জানান, এ ঘটনায় ১০ জনের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

 

মেলার লটারিতে মোটর সাইকেল পেল মা; কপাল পুড়ল মেয়ের!
দৌলতদিয়া ঘাটে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর পথসভা অনুষ্ঠিত
দক্ষিণবাড়ী গ্রামে আনারসের সমর্থকের মাথা ফাটালো প্রতিপক্ষের সমর্থকেরা
সর্বশেষ সংবাদ