ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ী শহরে নৌকার পক্ষে প্রচারণায় কৃষক লীগের কেন্দ্রীয় নেতা নূরে আলম সিদ্দিকী হক
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০২-০৮ ১৫:২৪:১৭
রাজবাড়ী পৌরসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে গতকাল ৮ই ফেব্রুয়ারী বিকালে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মহম্মদ আলী চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্

রাজবাড়ী পৌরসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক গতকাল ৮ই ফেব্রুয়ারী বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে রেলগেট হয়ে বাজারসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মহম্মদ আলী চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন। 

  এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল জলিল, জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বককার খান, সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক রাজু আহম্মেদ, সদস্য সচিব আলাউদ্দিন আলাল, পৌর কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন রনিসহ কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

  প্রচারণাকালে কেন্দ্রীয় কৃষক লীগ নেতা নূরে আলম সিদ্দিকী হক বলেন, নৌকা আমাদের স্বাধীনতার প্রতীক-বিজয়ের প্রতীক। জাতির জনক বঙ্গবন্ধুর প্রতীক, জননেত্রী শেখ হাসিনার প্রতীক। উন্নয়ন-অগ্রগতির প্রতীক। এ জন্য আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। তা না হলে উন্নয়ন কর্মকান্ড ব্যাহত হবে। 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ