ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
বালিয়াকান্দিতে তৃতীয় দিনে আরো ১৩৬ জন করোনার টিকা নিলেন
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-০২-০৯ ১৩:৩৭:১৭

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হওয়ার তৃতীয় দিনে গতকাল ৯ই ফেব্রুয়ারী আরও ১৩৬ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে ১০০ জন পুরুষ ও ৩৬ জন মহিলা। এ নিয়ে বালিয়াকান্দি উপজেলার মোট ১৮৬ জন করোনার টিকা নিলেন। 

  গতকাল মঙ্গলবার বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যারা করোনার টিকা নিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন-উপজেলার সহকারী কমিশনার(ভূমি) এস.এম আবু দারদা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার প্রমুখ। 

  বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাফিন জব্বার জানান, বালিয়াকান্দি উপজেলাতে ৭ হাজার করোনার ভ্যাকসিন(টিকা) এসে পৌঁছেছে। এছাড়া ৪৮৪ জন এই টিকা নেয়ার জন্য আবেদন (রেজিস্ট্রেশন) করেছেন। রেজিস্ট্রেশনকারীদের পর্যায়ক্রমে টিকা প্রদান করা হবে। 

গোয়ালন্দ প্রিমিয়ার লীগ ক্রিকেটে চ্যাম্পিয়ন দুরন্ত ক্রিকেট একাদশ
 গোয়ালন্দের দুর্গম কুশাহাটার চরে কম্বল নিয়ে অসহায় দরিদ্রদের পাশে ইউএনও
বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ