গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ সালের বাজেট ঘোষণা করা হয়েছে।
গতকাল ৩০শে মে সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঘরোয়া পরিবেশে ইউপি সচিব মুহাম্মদ মামুন অর রশিদ প্রায় ৩ কোটি টাকার এই বাজেট উপস্থাপন করেন। প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে ২ কোটি ৯৪ লক্ষ ৫৯ হাজার ১৪৭ টাকা। ব্যয় বাদে স্থিতি ধরা হয়েছে ২০ হাজার টাকা।
ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউপি সদস্য সেলিম খান, আঃ কাদের, জাকির হোসেন ও খবির হোসেন প্রমুখ।