গতকাল ১৫ই ফেব্রুয়ারী বিকালে কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকার জোয়ার্দ্দার প্লাজায় আলোচনা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক আমার সংবাদ পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ সময় কালুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, ব্র্যাক ব্যাংকের কালুখালী শাখার ম্যানেজার জাহাঙ্গীর আলম, কালুখালী প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, দৈনিক আমার সংবাদের কালুখালী প্রতিনিধি রাকিবুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।