ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
মুজিব বর্ষের ঢাকা ম্যারাথন উপলক্ষে বালিয়াকান্দিতে অবহিতকরণ সভা
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-০২-১৫ ১৫:০৭:৩৭
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষের ঢাকা ম্যারাথনে অংশগ্রহণের লক্ষ্যে গতকাল ১৫ই ফেব্রুয়ারী দুপুরে বালিয়াকান্দি উপজেলা পরিষদের সভা কক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষের ঢাকা ম্যারাথনে অংশগ্রহণের লক্ষ্যে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

  বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৫ই ফেব্রুয়ারী দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ  সভায় উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহাবুর রহমান শেখ, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের মেজর আতিক, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম ও বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। 

  এ সময় সহকারী কমিশনার(ভূমি) এস.এম আবু দারদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাস, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান আলী, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, ঢাকা ম্যারাথনে বালিয়াকান্দি থেকে কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে।  

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ