ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পাংশায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে কর্মসূচী গ্রহণ
  • মোক্তার হোসেন
  • ২০২১-০২-১৬ ১৪:০০:৪১

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ পালনে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়েছে। 

  কর্মসূচীর মধ্যে রয়েছে-২১ ফেব্রুয়ারী প্রথম প্রহর ০০.০১ মিনিটে পাংশা সরকারী কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত সংস্থা, রাজনৈতিক, সামাজিক, ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রতিটি সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ ৫জন প্রতিনিধি ও ব্যক্তি পর্যায়ে একসাথে সর্বোচ্চ ২জন কর্তৃক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ২১ ফেব্রুয়ারী সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত সংস্থা, বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, একইদিন বাদ যোহর ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত এবং সন্ধ্যায় সকল মন্দিরে বিশেষ প্রার্থনা। 

  গতকাল ১৬ই ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ পালনের প্রস্তুতি সভায় উল্লেখিত কর্মসূচী গ্রহণ করা হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন, মাছপাড়া ইউপির চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা অফিসার খোন্দকার সফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার, পরিসংখ্যান অফিসার মাহাবুব হোসেন, মৎস্য অফিসার সাঈদ আহমেদ, শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ, কৃষি সম্প্রসারণ অফিসার কাজী এজাজুল করীম, যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস, আনসার ও ভিডিপি অফিসার শাহানা সুলতানা, তথ্যসেবা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, তথ্য প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগ্রামার মাহবুবা আক্তার ও সহকারী পল্লী উন্নয়ন অফিসার সুরুজ্জামান খানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ