ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
দশম দিনে রাজবাড়ী জেলায় আরো১২৭৪ জন করোনার টিকা নিয়েছেন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০২-১৬ ১৪:০৩:৩৪
রাজবাড়ী জেলা হাসপাতালে করোনার টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলায় করোনার টিকাদান (১ম ডোজ) কার্যক্রম শুরু হওয়ার ৮ম দিনে গতকাল ১৬ই ফেব্রুয়ারী আরো ১ হাজার ২৭৪ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে ৭৭৩ জন পুরুষ ও ৫০১ জন মহিলা।  

  স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল যারা করোনার টিকা নিয়েছেন তাদের মধ্যে ৩০১ জন পুরুষ ও ২০৫ জন মহিলাসহ ৫০৬ জন রাজবাড়ী সদর উপজেলার, ১৭৪ জন পুরুষ ও ১১৬ জন মহিলাসহ ২৯০ জন পাংশা উপজেলার, ১৩১ জন পুরুষ ও ৬৯ জন মহিলাসহ ২০০ জন কালুখালী উপজেলার, ৮৫ জন পুরুষ ও ৮৩ জন মহিলাসহ ১৬৮ জন বালিয়াকান্দি উপজেলার এবং ৮২ জন পুরুষ ও ২৮ জন মহিলাসহ ১১০ জন গোয়ালন্দ উপজেলার।  

  জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলায় প্রাপ্ত ৩৬ হাজার ডোজ করোনার টিকার (সদর উপজেলায় ১১ হাজার ৩৭০, পাংশা উপজেলায় ৮ হাজার ৩৪০, কালুখালী উপজেলায় ৫ হাজার ৩২০, বালিয়াকান্দি উপজেলায় ৭ হাজার ১০০ ও গোয়ালন্দ উপজেলায় ৩ হাজার ৮৭০ ডোজ) মধ্যে প্রতিদিন ১হাজার ৫০০ জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

  জেলা সদর হাসপাতালসহ পাংশা, কালুখালী, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেজিস্ট্রেশনকারী চল্লিশোর্ধ্ব বয়সীরা এ টিকা নেয়ার সুযোগ পাচ্ছেন। 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ