জাতীয় সংসদের সংরক্ষিত ৩৪০ নং আসনের এমপি ও বাংলাদেশ যুব মহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট খোদেজা নাসরীন আক্তার হোসেন গতকাল ১৮ই ফেব্রুয়ারী রাতে পাংশা পৌরসভার কুড়াপাড়া গ্রামে ও পারনারায়নপুর অশোক মোড় এলাকায় পৃথক দুটি অনুষ্ঠানে দরিদ্র লোকজনের মাঝে কম্বল বিতরণ করেছেন।
পাংশা পৌরসভার ৫নং ওয়ার্ডের কুড়াপাড়া গ্রামের আওয়ামী লীগ নেতা জাকির হোসেন খানের বাড়ীতে রাত ৮টার দিকে প্রথম কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ্যাডভোকেট খোদেজা নাসরীন আক্তার হোসেন এমপি বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে পাংশা পৌরসভার নবনির্বাচিত মেয়র ও পাংশা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মাস্টার, যশাই ইউপির চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মন্ডল ও ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর তাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন জাকির হোসেন খান।
অনুষ্ঠানে এডভোকেট খোদেজা নাসরীন আক্তার হোসেন এমপি, পাংশা পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ ওয়াজেদ আলী মাষ্টার ও নবনির্বাচিত কাউন্সিলর তাজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও কুড়াপাড়া গ্রামের লোকজন উপস্থিত ছিলেন।