প্রাণঘাতী করোনার ঊর্ধ্বমুখী তান্ডব এখনো অব্যাহত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। গত একদিনে দেশটির ৬৯ হাজার মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। পাশাপাশি নতুন করে প্রাণ ঝরেছে আড়াই হাজারের বেশী মানুষের।
এ নিয়ে চীন থেকে ছড়িয়ে পড়া করোনায় ৫ লাখ ৫ হাজারের অধিক মার্কিনীর মৃত্যু হলো। তবে বেড়েছে সুস্থতাও।
আমেরিকার স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে জরীপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬৮ হাজার ৯২৪ জন আমেরিকান করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২ কোটি ৮৫ লাখ ২৩ হাজার ৫২৪ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৭৬১ জন। এ নিয়ে প্রাণহানী বেড়ে ৫ লাখ ৫ হাজার ৩০৯ জনে ঠেকেছে।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লাখ ৭ হাজার ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ১ কোটি ৮৭ লাখ ৩ হাজার অতিক্রম করেছে।