ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-০২-১৯ ১৬:৪৩:১৭
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল ১৯শে ফেব্রুয়ারী সকালে বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৯৩-২০১০ এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে -মাতৃকণ্ঠ।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণ করে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৯৩-২০১০ এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। 

  গতকাল ১৯শে ফেব্রুয়ারী সকালে বালিয়াকান্দির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই  ক্রিকেট  টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জমান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আযম চুন্নু, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা, ব্যবসায়ী আলমগীর হোসেন মোল্লাসহ বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। নকআউট পদ্ধতির এ টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ ৮ ওভারের। আগামীকাল ২১শে ফেব্রুয়ারী টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ