ঢাকা শনিবার, এপ্রিল ২০, ২০২৪
কালুখালীতে গার্মেন্টস শ্রমিক নাজমা হত্যার ২৪ঘন্টার মধ্যে আসামী মকিম মোল্লা গাজীপুর থেকে গ্রেফতার
  • রাকিবুল ইসলাম
  • ২০২১-০২-২৪ ১৪:৩৯:২৯
কালুখালী থানা পুলিশ গার্মেন্টস শ্রমিক নাজমা বেগম মঞ্জু হত্যার ঘটনার মূল আসামী তার প্রাক্তন স্বামী মকিম মোল্লাকে গত ২৩শে ফেব্রুয়ারী গাজীপুর জেলার বসন থানাধীন নাওজুর এলাকা হতে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালীতে গার্মেন্টস শ্রমিক নাজমা বেগম মঞ্জু(৪২) হত্যার ঘটনায় তার প্রাক্তন স্বামী মূল আসামী মকিম মোল্লা (৪৫)কে ২৪ঘন্টার মধ্যেই গ্রেফতার করেছে কালুখালী থানা পুলিশ।

  গতকাল বুধবার রাত ৮টায় কালুখালী থানায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, গত ২২শে ফেব্রুয়ারী সকাল ৮টায় সংবাদ পাই থানার মাজবাড়ী ইউনিয়নের রাইপুর কাসমিয়ার বিলের মধ্যে কাঁচা রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত মহিলার মৃতদেহ পড়ে আছে। 

  সংবাদে পেয়ে রাজবাড়ী পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামানের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও পাংশা সার্কেল) শেখ শরিফ-উজ-জামান, সহকারী পুলিশ সুপার(প্রবি) আরিফ মুহাম্মদ শাকুর এবং কালুখালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল রিপোর্ট করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। 

  এ ঘটনায় নিহত নাজমা বেগম ওরফে মঞ্জুর ভাই ইমান আলী অজ্ঞাতনামা আসামীদের নামে এজাহার দাখিল করেন। মামলা নং-১৫, তাং-২২/২/২০২১ইং, ধারাঃ ৩০২/৩৪, পেনাল কোড।

  পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই জাহিদুল ইসলাম মূল রহস্য উদঘাটন করে মৃত নাজমা এর ২য় স্বামী (তালাকপ্রাপ্ত) হত্যাকান্ডের মূল আসামী কালুখালী থানাধীন পচাকুলটিয়া গ্রামের মোঃ আজিজ মোল্লা ওরফে পাতাইর‌্যা’র পুত্র মোঃ মকিম মোল্লা (৪৫)কে গাজীপুর জেলার বসন থানাধীন নাওজুর এলাকা হতে গত ২৩শে ফেব্রুয়ারী দুপুর ২টার দিকে গ্রেফতার করে কালুখালী থানায় নিয়ে আসে। গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে মকিম মোল্লা জানা যায়, পারিবারিক ক্ষোভের বশবত হয়ে ধারালো ছুড়ি দ্বারা কুপিয়ে নির্মমভাবে হত্যাকান্ডটি ঘটায়।

  গতকাল ২৪শে ফেব্রুয়ারী বিকালে পুলিশ মকিম মোল্লাকে রাজবাড়ী আমলী আদালতে সোপর্দ করলে সে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শুধাংশু শেখরের নিকট স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

সূত্র জানায়, প্রথম স্বামীর সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর নিহত নাজমা ওরফে মঞ্জু গাজীপুরে গার্মেন্টসে কাজ করতো। সেখানে রিক্সা চালক মকিমের সাথে পরিচয়ের পর একপর্যায়ে দু’জনে বিয়ে করে। বনিবনা না হওয়ায় ৩বছর আগে নাজমা তাকে তালাক দিয়ে পুনরায় আগের স্বামীকে বিয়ে করে। এর জেরে মকিম তাকে গলা কেটে হত্যা করে বলে জানা গেছে। 

রাজবাড়ীতে নবম বাংলা উৎসবের দ্বিতীয় দিনে গুণীজন সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ
রাজবাড়ী পুলিশের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
রাজবাড়ীর অন্তার মোড়ে পদ্মা নদীতে গোসল করতে ডিপ্লোমা শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ সংবাদ