ঢাকা শনিবার, মে ১৮, ২০২৪
বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বালিয়াকান্দিতে আলোচনা সভা
  • বালিয়াকান্দি প্রতিনিধি
  • ২০২০-০৫-৩১ ১৯:১৮:৩৭
বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে গতকাল ৩১শে মে বালিয়াকান্দি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৩১শে মে সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
  এ বছরে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘তামাক কোম্পানীর কুটচাল রুখে দাও, তামাক ও নিকোটিন থেকে তরুণদের বাঁচাও।’
  উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অন্যানের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাফিন জব্বার ও বালিয়াকান্দি সদর ইউপির চেয়ারম্যান নায়েব আলী শেখ প্রমুখ বক্তব্য রাখেন। 
  বক্তাগণ তামাকের কারণে বার্ষিক ক্ষয়-ক্ষতির পরিসংখ্যান তুলে ধরে বলেন, বাংলাদেশে ধূমপান ও তামাক সেবনের কারণে বছরে প্রায় ১২ লাখ মানুষ ৮টি প্রাণঘাতী অসংক্রামক রোগে আক্রান্ত হয়। এর মধ্যে প্রায় ৩ লাখ ৮২ হাজার মানুষ অকাল পঙ্গুত্বের শিকার হয়। পৃথিবীতে প্রতি বছর তামাকের কারণে প্রায় ৭০ লাখ মানুষ অকালে মারা যায়। এর মধ্যে পরোক্ষ ধূমপানের শিকার হয়ে বছরে প্রায় ৯ লাখেরও বেশী মানুষের মৃত্যু ঘটে। তামাক উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সেবন প্রতিটি ক্ষেত্রেই পরিবেশ, জনস্বাস্থ্য এবং অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব বিস্তার করে। ধূমপান ও ধোঁয়াবিহীন তামাক সেবন দুই-ই ভয়াবহ ও প্রাণঘাতী নেশা। তামাক সেবনে হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, ডায়াবেটিস, ক্রণিক লং ডিজিজসহ বিভিন্ন মারাত্মক অসংক্রামক রোগ দেখা দেয়। যার পরিণাম মৃত্যু। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন। 

দক্ষিণবাড়ী গ্রামে আনারসের সমর্থকের মাথা ফাটালো প্রতিপক্ষের সমর্থকেরা
পাংশায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
গোয়ালন্দে সাপ্তাহিক গণশুনানিতে দ্রুতই মিলছে সমস্যার সমাধান
সর্বশেষ সংবাদ