ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
পাংশার চর আফড়ায় জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের অধীনে পুনঃখননের কাজ শুরু
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০২-২৫ ১৫:১৮:৫৫
পাংশা উপজেলার চর আফড়ায় গতকাল ২৫শে ফেব্রুয়ারী দুপুরে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের অধীনে ২.২০ হেক্টর জমিতে পুনঃখননের কাজের উদ্বোধন করেন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক এবিএম মোস্তফা কামাল -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়ায় জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের অধীনে ২.২০ হেক্টর জমিতে পুনঃখননের কাজ শুরু করেছে জেলা মৎস্য অধিদপ্তর।

  গতকাল ২৫শে ফেব্রুয়ারী দুপুরে প্রধান অতিথি হিসেবে পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক এবিএম মোস্তফা কামাল।

  উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, রাজবাড়ীর সিনিয়র সাংবাদিক ও বাংলা ভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি এম. দেলোয়ার হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

  রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, ২০২০-২১ অর্থ বছরে মৎস্য অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১৯লক্ষ ৫৪হাজার টাকা। এ প্রকল্প ছাড়াও জেলার বিভিন্ন এলাকায় এমন প্রকল্পের কাজ চলছে। প্রকল্পগুলো বাস্তবায়ন শেষ হলে বহু মানুষ সুফল ভোগ করতে পারবে। সেই সাথে বহুগুণে বাড়বে মৎস্য উৎপাদন।

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ