ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসায় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল
  • মোক্তার হোসেন
  • ২০২১-০২-২৮ ১৩:৫৪:৫১
পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদরাসায় গতকাল রবিবার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে ফুরফুরা শরীফের গদ্দিনশীন পীর, আলহাজ্ব মাওলানা আবু বকর আব্দুল হাই মিশকাত ছিদ্দিকী আল-কুরাইশী বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসায় গতকাল ২৮শে ফেব্রুয়ারী বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

  মাহফিলে প্রধান আলোচক ফুরফুরা শরীফের গদিনশীন পীর, প্রখ্যাত আলেমে দ্বীন, বরেণ্য ইসলামী চিন্তাবিদ, আল্লামা শাইখ আলহাজ্ব মাওলানা আবু বকর আব্দুল হাই মিশকাত ছিদ্দিকী আল-কুরাইশী পবিত্র কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। 

  মাহফিলে বিশেষ আলোচক হিসেবে পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম, রাজবাড়ীর ভান্ডারিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনির ও পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার মাওলানা মোঃ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

  মাহফিলে হোগলাডাঙ্গী মোহাম্মাদিয়া ইসলামিয়া কামিল মডেল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেন, পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল ইসলাম, পাংশা শাহজুঁই কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাঃ আবু মুছা আশয়ারী, পাংশা শাহজুঁই কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু সালেহ মোঃ আব্দুল্লাহ, চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস, ডাঃ আব্দুল কাদের বালিকা দাখিল মাদরাসার সুপার মোঃ আব্দুল কুদ্দুস, আড়কান্দি শহীদ মুক্তিযোদ্ধা দাখিল মাদরাসার সুপার মোঃ আব্দুর রব, পরানপুর দাখিল মাদরাসার সুপার চৌধুরী মোঃ গোলাম মোস্তফা, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব আ.ন.ম আমিনুল ইসলাম, পাংশা সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবুল কাশেম, পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ ইউনুস আলী, সরিষা বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ ও সরিষা ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুস সোবাহান, খোন্দকার মাওলানা মোঃ আব্দুল হালিম, রেজাউল করীম মিন্টু, সাংবাদিক মোঃ মোক্তার হোসেনসহ পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার শিক্ষকবৃন্দ, বিভিন্ন মাদরাসার সুপার ও অন্যান্য শিক্ষকবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

  মাহফিলে কবরবাসীদের জন্য দোয়া এবং বিশ্বমুসলিমদের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফুরফুরা শরীফের গদিনশীন পীর, প্রখ্যাত আলেমে দ্বীন, বরেণ্য ইসলামী চিন্তাবিদ, আল্লামা শাইখ আলহাজ্ব মাওলানা আবু বকর আব্দুল হাই মিশকাত ছিদ্দিকী আল-কুরাইশী। রবিবার আসর নামাজের পর থেকে শুরু হয়ে রাত সোয়া ১১টায় ওয়াজ ও দোয়া মাহফিল শেষ হয়।

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ