ঢাকা শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
আমেরিকায় করোনায় আক্রান্ত হয়ে ১দিনে আরো ২হাজার জনের মৃত্যু
  • নিউজার্সি থেকে বিশ্বজিৎ দে বাবলু
  • ২০২১-০৩-০৩ ১৩:৪৫:৩৩

আমেরিকায় করোনায় আক্রান্ত হয়ে ১দিনে আরো প্রায় ২হাজার মানুষের মৃত্যু হয়েছে।

  আমেরিকার স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটির ৫৬ হাজার ৮৯০ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ৭০৫ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৯৮৯ জন। এ নিয়ে প্রাণহানী বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৯ হাজার ২১৪ জনে। 

  উল্লেখ্য, গত বছরের(২০২০ সালের) ২১শে জানুয়ারী আমেরিকার শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। কিছুদিনের মধ্যেই দেশটি করোনার ক্ষয়ক্ষতির দিক দিয়ে এক নম্বরে উঠে আসে, যা এখনো অব্যাহত রয়েছে। 

  নিউইয়র্ক, ইলিনয়, জর্জিয়া, পেনসিলভেনিয়া, নিউজার্সি, ওহিও, টেনেসিস, উত্তর ক্যারোলিনা, অ্যারিজোনা, মিশিগান, ইন্ডিয়ানার মতো অঙ্গরাজ্যগুলো করোনায়  সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। 

জাতিসংঘের অর্থনৈতিক ও জলবায়ু বিষয়ক উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক
সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে পররাষ্ট্র সচিবের ফলপ্রসূ আলোচনা
 বাংলাদেশের সংস্কার উদ্যোগে প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলো জাতিসংঘ
সর্বশেষ সংবাদ