রাজবাড়ী ডিবির অভিযানে কালুখালী উপজেলার রতনদিয়া গ্রাম থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ বিক্রেতা মোসলেম প্রামানিক(৪৫) গ্রেফতার হয়েছে।
গতকাল ৫ই মার্চ সকালে এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে রাজবাড়ী ডিবি’র একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোসলেম প্রামানিক রতনদিয়া গ্রামের মৃত আফছার প্রামানিকের পুত্র।
এ ঘটনায় ডিবির এসআই মোজাম্মেল হক বাদী হয়ে গ্রেফতারকৃত মোসলেম প্রামানিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালুখালী থানায় একটি মামলা দায়ের করেছে।