ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
পাংশায় মালেক মিঞার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
  • মোক্তার হোসেন
  • ২০২১-০৩-০৫ ১৩:৩৬:৩৮

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন মসজিদ এবং আজিজপুর হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় গতকাল ৫ই মার্চ আলহাজ্ব আব্দুল মালেক মিঞার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তার ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

  পাংশা সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন মসজিদে আয়োজিত অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও পুঁইজোর সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ সাঈদ আহম্মদ। 

  অনুষ্ঠানে মরহুম আলহাজ্ব আব্দুল মালেক মিঞার পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন ও মসজিদের মুসল্লীরা উপস্থিত ছিলেন। হাফিজিয়া মাদরাসায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মাদরাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। 

  মরহুম আলহাজ্ব আব্দুল মালেক মিঞা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অনফার্ম রিসার্স ডিভিশনের বৈজ্ঞানিক সহকারী পদে অবসরগ্রহণ করেন।

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ