ঢাকা রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪
জুম্মার নামাজে রাজবাড়ীর বিভিন্ন মসজিদে পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৩-০৫ ১৩:৪০:৩৭
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল এবং অতিরিক্ত দায়িত্বে পাংশা সার্কেল) শেখ শরীফ-উজ-জামান গতকাল ৫ই মার্চ দুপুরে খানকা শরীফ বড় মসজিদে জুম্মার নামাজে এবং একই সময়ে আরো কয়েকটি মসজিদে অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ জঙ্গীবাদ ও মাদকসহ বিভিন্ন অপরাধের বিষয়ে সচে

গতকাল ৫ই মার্চ দুপুরে জুম্মার নামাজের খুৎবা পর রাজবাড়ী সদরের বিভিন্ন মসজিদে পুলিশ কর্মকর্তাগণ সচেতনতামূলক বক্তব্য রাখেন।

  বক্তব্যের বিষয়বস্তু ছিল পুলিশের জরুরী সেবা ৯৯৯, ভাড়াটিয়া ও মাদক ব্যবসায়ীদের তথ্য, সাইবার ক্রাইম, সিসি ক্যামেরা স্থাপন, গুজবে কান না দেয়া, ইভটিজিং, কিশোর গ্যাং-জঙ্গী সংগঠন সম্পর্কিত তথ্য ইত্যাদি। 

  রাজবাড়ী থানা সূত্রে জানা গেছে, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল এবং অতিরিক্ত দায়িত্বে পাংশা সার্কেল) শেখ শরীফ-উজ-জামান ও এসআই আরবীকুল ইসলাম রাজবাড়ী শহরের খানকা শরীফ বড় মসজিদে, ইন্সপেক্টর আমিনুল ইসলাম প্রেসক্লাব সংলগ্ন জামে মসজিদে, ইন্সপেক্টর শফিউল আলম খানখানাপুরের শুকুর আলী জামে মসজিদে, ইন্সপেক্টর আহাদুজ্জামান পাওয়ার হাউজ জামে মসজিদে, এসআই শহিদুল ইসলাম কোর্ট জামে মসজিদে, এসআই মুন্সি কামরুজ্জামান বড়লক্ষ্মীপুর দারুস সালাম জামে মসজিদে, এসআই কামরুজ্জামান শিকদার কোলার হাট জামে মসজিদে, এসআই জুবায়ের হোসেন রামকান্তপুর কেন্দ্রীয় জামে মসজিদে, এসআই সোহেল রানা সুলতানপুর খেয়া ঘাট জামে মসজিদে, এসআই আবু জাহেদ শেখ চন্দনী জামে মসজিদে, এসআই আমিনুল হাসান দাদপুর হাট জামে মসজিদে, এসআই মোস্তাফিজুর রহমান আলাদীপুর জামে মসজিদে, এসআই জাফর ইকবাল ধুলদী জয়পুর চৌরাস্তা জামে মসজিদে, এসআই জাকির হোসেন বড়পুর জামে মসজিদে এবং এসআই ফজলুল হক ভাজনচালা দারুল উলুম জামে মসজিদে এই সচেতনতামূলক বক্তব্য রাখেন। 

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিমকে এসবিতে বদলি
বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে পুলিশ সুপারের বাণী
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে পুলিশ সুপারের শুভেচ্ছ বাণী
সর্বশেষ সংবাদ