ঢাকা বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
অবহেলিত রাজবাড়ী জেলায় কেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা দরকার
  • আব্দুল্লাহ আল মামুন
  • ২০২০-০৬-০১ ১৩:৫১:১৯

পদ্মা বিধৌত কৃষি নির্ভর একটি পশ্চাৎপদ জেলা রাজবাড়ী। ১৯৮৪ সালের মার্চে যার যাত্রা শুরু। তার আগে গোয়ালন্দ মহকুমা নামেই পরিচিত ছিল। গোয়ালন্দের পদ্মার ইলিশের সুখ্যাতি এখনও সবার মুখে মুখে। রাজবাড়ীর রাজা সূর্য কুমারের প্রতাপ ছিল দুর্দান্ত-সেসব আজ শুধুই স্মৃতি। ১৮৭১ সালে গোয়ালন্দ ঘাট পর্যন্ত রেল চালু হয়। তখন থেকেই মূলতঃ রাজবাড়ী শহর রেল নির্ভর ছিল। বর্তমানে সড়ক যোগাযোগ কিছুটা ভালো। তবে ঢাকা যেতে লঞ্চ/ফেরীতে পদ্মা নদী পার হতে মাঝে-মধ্যেই তীব্র ভোগান্তি পোহাতে হয়। জেলা হিসেবে ঘোষণার পরে এখন পর্যন্ত উচ্চ শিক্ষা গ্রহণের জন্য ভালো কোন প্রতিষ্ঠান নেই। কোন সরকারী/বেসরকারী মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় বা বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান কিছুই স্থাপন করা হয়নি। এ জেলার শিক্ষার হার খুব কম। বর্তমানে ৫২% এর কাছাকাছি। রাজধানী ঢাকা হতে মাত্র ১১৭ কিঃ মিঃ দূরে হলেও আজও রাজবাড়ী অবহেলিত একটি জেলা। এখানে ক্যারিশমেটিক লিডারের খুবই অভাব। স্বাধীনতার পর এ জেলা থেকে কাউকে পূর্ণ মন্ত্রী করা হয়নি। ইতিপূর্বে একজন ৫বছর মেয়াদী সরকারের এক টার্মে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের টেকনোক্র্যাট প্রতিমন্ত্রীর এবং আরেক টার্মে একই পদমর্যাদায় প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। আরেকজন এক টার্মের শেষ ১বছরের মতো শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী ছিলেন। তারাও এ জেলার জন্য তেমন কিছু করতে পারেননি। ‘বিষাদ সিন্ধু’ খ্যাত লেখক মীর মশাররফ হোসেন, জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেন, প্রাবন্ধিক কাজী আব্দুল ওদুদ, এয়াকুব আলী চৌধুরীর মতো সারা জাগানো লেখক এ জেলারই সন্তান ছিলেন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা, চিত্রনায়িকা রোজিনা, অস্কারজয়ী নাফিজ বিন জাফর, মুকাভিনেতা পার্থ প্রতিম মজুমদার, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর কাজী হেদায়েত হোসেনসহ অনেক জ্ঞানী-গুণী মানুষের জন্মও এ জেলায়। রেলের শহর হিসেবে পরিচিত হলেও এখন অধিকাংশ ট্রেনই বন্ধ হয়ে গেছে। একসময় শিলিগুড়ি এক্সপ্রেস ট্রেন গোয়ালন্দ ঘাট হতে চিলাহাটি বর্ডার দিয়ে ভারতে যেত, পরে সেটিও বন্ধ হয়ে যায়। দুঃখজনক ব্যাপার হলো ঢাকার সাথে কোন ট্রেন যোগাযোগ পর্যন্ত নেই। রাজবাড়ী জেলা হওয়ার পর বিগত ৩৭ বছরে উল্লেখযোগ্য কোন উন্নয়নই হয় নাই, যা হয়েছে তা খুবই নগণ্য ও গতানুগতিক। দৌলতদিয়া-পাটুরিয়াতে ২য় পদ্মা সেতু নির্মাণের আশ্বাস থাকলেও সেটা যে অনেক বিলম্বে হবে তা বোঝাই যায়। পাংশার বাহাদুরপুরে গঙ্গা ব্যারেজ হওয়ার কথা ছিল সেটাও বাতিলের পর্যায়ে। রাজবাড়ী জেলাবাসীর আসলেই দুর্ভাগ্য-চারপাশের অনেক জেলায় মেডিকেল কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে কিন্তু রাজবাড়ী জেলাতেই নেই। পদ্মা সেতু চালু হলে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জের মতো জেলাগুলোই সুবিধা পাবে। প্রধানমন্ত্রীর বেয়াই, সাবেক মন্ত্রী ইঞ্জিঃ খন্দকার মোশাররফ হোসেন ফরিদপুর জেলায় অনেক উন্নয়ন করেছেন। ফরিদপুর বিভাগ হওয়ারও পথে রয়েছে। কিন্তু রাজবাড়ীবাসীর ভাগ্যে কিছু জোটেনি। তাই রাজবাড়ীবাসীর প্রাণের দাবী এখানে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নত কাতারে নিয়ে আসতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাচ্ছি। এখানে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলে ভালো হবে অথবা কৃষি বিশ্ববিদ্যালয় হলেও জনগণ উপকৃত হবে। 
  উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন প্রতি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। তারই প্রেক্ষিতে এলাকার জনগণের উন্নয়নের স্বার্থে অবিলম্বে এটা কার্যকর করার জোর দাবী জানাই। শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষিত জাতি ছাড়া উন্নতি সম্ভব না। রাজবাড়ীতে একটি বিশ্ববিদ্যালয় হলে এলাকার সন্তানরা উচ্চ শিক্ষায় আগ্রহী হবে। অন্যান্য জেলার লোকজনের আগমন বাড়বে, অবকাঠামোর উন্নয়ন হবে। পাশাপাশি বিভিন্ন ব্যবসার সুযোগ সৃষ্টি হবে। রাজবাড়ী শহরকে আলোকিত করতে এর কোন বিকল্প নেই। জেলাতে প্রচুর অব্যবহৃত জমি আছে-তাই জমি সংক্রান্ত সমস্যা হবে না আশা করা যায়। গোয়ালন্দ মোড় হতে রাজবাড়ী ঢুকতে হাইওয়ের পাশে একটু ভিতরে বিশ্ববিদ্যালয় করা হলে যোগাযোগ সহজতর হবে। রাজবাড়ীর ছেলে-মেয়েরা লেখাপড়া শিখে অনেকদূর এগিয়ে যাবে-এটাই আমাদের প্রত্যাশা। মাননীয় প্রধানমন্ত্রীও বৃহত্তর ফরিদপুরের সন্তান, তাই তার কাছে আমাদের দাবী একটু বেশীই। উন্নয়নের মহাসড়কে আজ বাংলাদেশ সারা বিশ্বে রোল মডেল। এটা তারই বলিষ্ঠ নেতৃত্বে সম্ভব হয়েছে। তিনি যে ভিশন-২০৪১ এর স্বপ্ন দেখিয়েছেন তা অচিরেই সম্ভব হবে ইনশাআল্লাহ্। বিভিন্ন অনগ্রসর জনগোষ্ঠীকে তিনি যে উন্নয়নের ছোঁয়া দিয়েছেন তারই ধারাবাহিকতায় তিনি রাজবাড়ীতে একটি বিশ্ববিদ্যালয় করে দিবেন-এই বিশ্বাস আমরা রাখি।

(লেখক ঃ রাজবাড়ীর কৃতি সন্তান এবং নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, মাগুরা)।

 

জনস্বাস্থ্যে শেখ হাসিনার অবদান
কৃষিতে বাংলাদেশের ঈর্ষণীয় সাফল্য
সরকারের ধারাবাহিকতায় আলোকিত দেশ
সর্বশেষ সংবাদ