ঢাকা রবিবার, মে ১২, ২০২৪
ফরিদপুরে চুরি হওয়া গ্যাসের সিলিন্ডার উদ্ধার॥৫জন গ্রেপ্তার
  • ফরিদপুর প্রতিনিধি
  • ২০২০-০৬-০১ ১৪:৪৬:১৮
ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ গত ৩১শে মে শহরের মোল্লা বাড়ী সড়কের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে চোরাই গ্যাসের সিলিন্ডার উদ্ধার করেছে -মাতৃকণ্ঠ।

গত ২৫শে মে ঈদ-উল-ফিতরের রাতে ফরিদপুর সদর উপজেলার কোমরপুর এলাকার ‘খান গ্যাস সাপ্লাই’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৬৮টি গ্যাসের (এলপিজি) সিলিন্ডার চুরি হয়। 
  এ ব্যাপারে প্রতিষ্ঠানের মালিক ফরিদপুর কোতয়ালী থানায় ১টি মামলা দায়ের করে। পুলিশ তদন্তে নেমে গত ৩১শে মে ফরিদপুর শহরের মোল্লা বাড়ী সড়কের আল-আমিন ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে চোরাই গ্যাসের সিলিন্ডারগুলো উদ্ধার করে এবং প্রতিষ্ঠানটির মালিক আল-আমিনসহ ৫জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা অন্যরা হলো ঃ ফরিদপুরের বোয়ালমারীর আকাশ ও সোহেল এবং আলফাডাঙ্গার আনোয়ার ও হাবিব। 
  খান গ্যাস সাপ্লাই-এর মালিক আতিকুর রহমান খান জানান, গ্রেফতারকৃতদের মধ্যে আকাশ, সোহেল ও আনোয়ার তার প্রতিষ্ঠানে চাকরী করতো। চুরির দায়ে তাদেরকে চাকরী থেকে বাদ দেয়া হয়। পরে তারা পারস্পরিক যোগসাজশে গ্যাসের সিলিন্ডারগুলো চুরি করে। 

মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ বিশ্বরেকর্ড গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ
সদরঘাটে দুর্ঘটনা:৫ কর্মী পুলিশ হেফাজতে
সর্বশেষ সংবাদ