গত ২৫শে মে ঈদ-উল-ফিতরের রাতে ফরিদপুর সদর উপজেলার কোমরপুর এলাকার ‘খান গ্যাস সাপ্লাই’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৬৮টি গ্যাসের (এলপিজি) সিলিন্ডার চুরি হয়।
এ ব্যাপারে প্রতিষ্ঠানের মালিক ফরিদপুর কোতয়ালী থানায় ১টি মামলা দায়ের করে। পুলিশ তদন্তে নেমে গত ৩১শে মে ফরিদপুর শহরের মোল্লা বাড়ী সড়কের আল-আমিন ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে চোরাই গ্যাসের সিলিন্ডারগুলো উদ্ধার করে এবং প্রতিষ্ঠানটির মালিক আল-আমিনসহ ৫জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা অন্যরা হলো ঃ ফরিদপুরের বোয়ালমারীর আকাশ ও সোহেল এবং আলফাডাঙ্গার আনোয়ার ও হাবিব।
খান গ্যাস সাপ্লাই-এর মালিক আতিকুর রহমান খান জানান, গ্রেফতারকৃতদের মধ্যে আকাশ, সোহেল ও আনোয়ার তার প্রতিষ্ঠানে চাকরী করতো। চুরির দায়ে তাদেরকে চাকরী থেকে বাদ দেয়া হয়। পরে তারা পারস্পরিক যোগসাজশে গ্যাসের সিলিন্ডারগুলো চুরি করে।