ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
গোয়ালন্দের মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে উঠান বৈঠক অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৩-১০ ১৪:১৫:৪১
রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল ১০ই মার্চ সকালে গোয়ালন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

গণযোগাযোগ অধিদপ্তরের ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের অধীনে রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল ১০ই মার্চ সকালে গোয়ালন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 

  জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঃ সালাম সিদ্দিকী, জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌসি আক্তার বন্যা ও গোয়ালন্দ উপজেলা তথ্য কেন্দ্রের তথ্য আপা তহমিনা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন। 

  বক্তাগণ কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ, টিকা গ্রহণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, মাতৃদুগ্ধ পান, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক প্রতিরোধ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। 

  স্থানীয় অর্ধ-শতাধিক নারী-পুরুষ করোনাকালীন সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্য বিধি মেনে এই উঠান বৈঠকে অংশগ্রহণ করেন। 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ