ঢাকা বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
বালিয়াকান্দিতে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমান আদালতে ৩জনের জরিমানা
  • বালিয়াকান্দি প্রতিনিধি
  • ২০২০-০৬-০১ ১৪:৫১:২২
বালিয়াকান্দি উপজেলায় গতকাল সোমবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম -মাতৃকণ্ঠ।

বালিয়াকান্দি শহরে ১জন দন্তরোগের সাধারণ পরামর্শকে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে, ১জন ব্যবাসায়ী ও ১জন নারী ক্রেতাকে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে মার্কেটে পণ্য ক্রয় করার সময় জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম। 
  উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম জানান, করোনা ভাইরাস প্রতিরোধে গতকাল সোমবার দুপুরে বালিয়াকান্দি শহর ও বহরপুর বাজারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং, স্টিকারসহ নানাবিধি প্রচার চালানো হয়। এ সময় বহরপুর বাজারে সাধারণ দন্ত পরামর্শক মইনুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫হাজার টাকা ও সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি লংঘনের দায়ে ভ্রাম্যমান আদালত চম্পা সুপার মার্কেটে ১জন ব্যবাসায়ীকে ৫ শত টাকা ও ১নারী ক্রেতাকে ৫ শত টাকা জরিমানা করা হয়। 
  করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার প্রচার অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাফিন জব্বার, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির ও সেনাবাহিনীর সদস্যরা।  

শেখ হাসিনার বিচারের দাবীতে রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মশাল মিছিল
অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রাজবাড়ীতে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে র‌্যালী ও পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ