ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
জাতির পিতার জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজবাড়ীর কর্মসূচী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৩-১৭ ০৩:০৯:৫২

আজ ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।
  কর্মসূচীসমূহের মধ্যে রয়েছে- সূর্যোদয়ের সাথে সাথে রাজবাড়ী পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, একই সময়ে সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় রাজবাড়ী শিশু পার্কে শিশু-কিশোরদের উপস্থিতিতে কেক কেটে এবং বেলুল ও পায়রা উড়িয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন, সুবিধামতো সময়ে মসজিদ, মন্দির, গীর্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, দিনব্যাপী রাজবাড়ী অফিসার্স ক্লাবের মুক্তমঞ্চ ও শহরের গুরুত্বচপূর্ণ স্থানে তথ্য অফিস কর্তৃক স্থাপনকৃত এলইডি স্ক্রিনে স্বাধীনতা ও বঙ্গবন্ধুর উপরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শন, সন্ধ্যায় রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে আতশবাজীর আয়োজন, সন্ধ্যা সাড়ে ৬টায় অফিসার্স ক্লাবের মুক্তমঞ্চে স্বাস্থ্য বিধি অনুসরণ করে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ