ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
জাতির পিতার জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজবাড়ীর কর্মসূচী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৩-১৭ ০৩:০৯:৫২

আজ ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।
  কর্মসূচীসমূহের মধ্যে রয়েছে- সূর্যোদয়ের সাথে সাথে রাজবাড়ী পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, একই সময়ে সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় রাজবাড়ী শিশু পার্কে শিশু-কিশোরদের উপস্থিতিতে কেক কেটে এবং বেলুল ও পায়রা উড়িয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন, সুবিধামতো সময়ে মসজিদ, মন্দির, গীর্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, দিনব্যাপী রাজবাড়ী অফিসার্স ক্লাবের মুক্তমঞ্চ ও শহরের গুরুত্বচপূর্ণ স্থানে তথ্য অফিস কর্তৃক স্থাপনকৃত এলইডি স্ক্রিনে স্বাধীনতা ও বঙ্গবন্ধুর উপরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শন, সন্ধ্যায় রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে আতশবাজীর আয়োজন, সন্ধ্যা সাড়ে ৬টায় অফিসার্স ক্লাবের মুক্তমঞ্চে স্বাস্থ্য বিধি অনুসরণ করে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ