ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০৩-১৮ ০৬:৩৮:১৮

জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে রাজবাড় জেলার গোয়ালন্দের রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করা হয়েছে।

  এ উপলক্ষে গতকাল ১৭ই মার্চ বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা কোর্ট চত্বরে নির্মিত জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

  এরপর কলেজের শিক্ষক মিলনায়তনে দোয়ার অনুষ্ঠান ও কেক কাটা হয়। পরে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের সহকারী অধ্যাপক ফরিদা বেগম, সুরাইয়া আক্তার, নূর সুফিয়া খানম, আনোয়ার হোসেন সরকার, প্রভাষক মোঃ ইব্রাহীম, কৃষি শিক্ষা বিভাগের প্রভাষক এবিএম জিয়াউল হাসান, কহিনূর বেগম, গোলাম গাউস ও আব্দুস সালাম শেখ প্রমুখ বক্তব্য রাখেন। 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ