ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ২, ২০২৫
কালুখালীতে পাট উৎপাদনকারী কৃষকদের মধ্যে বীজ-সার বিতরণ
  • রাকিবুল ইসলাম
  • ২০২১-০৩-১৮ ১৫:২৯:২০
কালুখালী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে গতকাল ১৮ই মার্চ পাট উৎপাদনকারী কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে পাট উৎপাদনকারী কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

  গতকাল ১৮ই মার্চ বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ২হাজার পাট উৎপাদনকারী চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। 

  এ সময় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউপির চেয়ারম্যান আতিউর রহমান নবাব, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কালুখালী আবু রায়হান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজিত কুমার নন্দী, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় উপজেলার ২হাজার কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি করে রবি পাটবীজ, ৬ কেজি করে ইউরিয়া সার, ৪ কেজি করে ডিএপি সার ও ৩ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

 গোয়ালন্দে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো নতুন বই
মিজানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন
কালুখালীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
সর্বশেষ সংবাদ