ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
নিখোঁজের ৩দিন পর গোয়ালন্দে ট্রাক চালকের পুঁতে রাখা লাশ উদ্ধার
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০৩-২০ ১৭:১৩:৪৪

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পৌর ৯নং ওয়ার্ড বদিউজ্জামান বেপারী পাড়া এলাকায় পুকুর চালায় মাটির নিতে পুতে রাখা অবস্থায় ট্রাক চালক মোঃ রনি পাঠান(২২) এর লাশ গতকাল শনিবার বিকালে পুলিশ উদ্ধার করেছে।

  ট্রাক চালক মোঃ রনি পাঠান(২২) গোয়ালন্দ পৌরসভার এলাকার ৭নং ওয়ার্ড আদর্শ গ্রাম এলাকার আব্দুল মতিন পাঠানের ছেলে।

  নিহত ট্রাক চালক রনি পাঠানের স্বজনেরা জানায়, গত ১৮ই মার্চ রাত ১০টার দিকে রনিকে জুয়েল, জীবন, সুজন নামে তিন বন্ধু বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে সে আর বাড়ী ফিরে আসেনি। নিকটতম আত্মীয়-স্বজন ও পরিচিত সকলের বাড়ীতে খোজ নিয়েও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

  নিহতের ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ্ আল তায়াবীর বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল ২০শে মার্চ গোয়ালন্দ পৌরসভার ৯নম্বর ওয়ার্ড এলাকার মজিবর মাস্টারের পুকুরের চালা থেকে ট্রাক চালক রনি পাঠানের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। 

  রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহউদ্দিন জানান, হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ