ঢাকা শুক্রবার, মে ১০, ২০২৪
রাজবাড়ীতে পাঁচ দফা দাবীতে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় শ্রেণীর কর্মচারীদের মানববন্ধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৩-২২ ১৫:৪৬:০৩
পাঁচ দফা দাবীতে গতকাল ২২শে মার্চ রাজবাড়ী ডিসি অফিসের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় শ্রেণীর কর্মচারীরা -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীতে পাঁচ দফা দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় শ্রেণীর কর্মচারীরা। 

  গতকাল ২২শে মার্চ বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচী পালন করে বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ রাজবাড়ী জেলা শাখা। 

  মানববন্ধন চলাকালে সংগঠনের জেলা শাখার সভাপতি শাহজাহান আলী শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কায়ছার আহম্মেদের সঞ্চালনায় নেতৃবৃন্দের মধ্যে আব্দুল জলিল, ওবায়দুর রহমান, গোলজার হোসেন, লুৎফর রহমান, রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। 

  বক্তাগণ তাদের পাঁচ দফা দাবী তুলে ধরে সেগুলোর বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। 

  এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক দিলসাদ বেগমের সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে প্রধানমন্ত্রীর বরাবর লিখিত স্মারকলিপি হস্তান্তর করেন। পরে তারা জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপির অনুলিপি হস্তান্তর করেন। 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ