ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক অনুষ্ঠান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৩-২২ ১৫:৪৬:৩৯
রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল ২২শে মার্চ সকালে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল ২২শে মার্চ সকালে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার এবং বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মহসীন উদ্দিন বতু শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান। 

  অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তার। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল হাসান খান। 

  শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনানোর পাশাপাশি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

   অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধকালে গোয়ালন্দের বাহাদুরপুরের সম্মুখযুদ্ধসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন।     

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ