ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ী থানা পুলিশের অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক নারী মমতাজ গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৩-২৩ ১৪:৩৮:৩২
রাজবাড়ী থানা পুলিশ গতকাল ২৩শে মার্চ ভোর রাতে অভিযান চালিয়ে ১৮ বছর ধরে পালিয়ে থাকা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী থানা পুলিশের অভিযানে ১৮ বছর ধরে পালিয়ে থাকা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী মমতাজ বেগম(৪০) গ্রেফতার হয়েছে। 

  গতকাল ২৩শে মার্চ ভোর রাতে এসআই হিরণ কুমার বিশ^াসের নেতৃত্বে রাজবাড়ী থানা পুলিশের একটি দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন মাঝদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মমতাজ বেগম রাজবাড়ী সদর উপজেলার রামনগর গ্রামের মৃত আব্দুল হাকিমের মেয়ে। 

  থানা পুলিশ জানায়, ২০০৮ সালের ১০ই আগস্ট রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালত ভাঙ্গারী ব্যবসায়ী ঘরজামাই স্বামী আহম্মদ আলী মোল্লাকে হত্যার দায়ে মমতাজ বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়। আহম্মদ আলী মোল্লার মৃত্যুর ঘটনার পর থেকে দীর্ঘ ১৮ বছর ধরে সে পলাতক ছিল।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে পুলিশ সুপারের শুভেচ্ছা বাণী
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে পুলিশ সুপারের বাণী
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজবাড়ী পুলিশ সুপারের বাণী
সর্বশেষ সংবাদ